ইন্দোনেশিয়া যাচ্ছেন গবা পান্ডে

নিজস্ব প্রতিবেদক

ইন্দোনেশিয়া হাউজ অব রিপ্রেজেনটেটিভ এবং আইপিইউ এর যৌথ উদ্যোগে ‘দশম বিশ্ব জল ফোরামে’ অংশ নিতে আগামী ১৮ মে ইন্দোনেশিয়া যাচ্ছেন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা পান্ডে)। ১৯ থেকে ২১ মে তিন দিনব্যাপী এ ফোরামে অংশ নেবেন তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদল। এতে নির্বাচিত করা হয় গবার মোড়ের গবা দা’কে।

বর্ষীয়ান এই নেতার সফরসঙ্গীরা হলেন, শরীয়তপুর ২ আসনের সাংসদ এ কে এম এনামুল হক শামীম ও সংসদ সচিবালয়ের উপসচিব শাহান শাহ আসাদ কবীর।

এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে নিজ ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

গত ২৭ এপ্রিল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সচিব শহিদুল ইসলাম।
এতে বলা হয়, Indonesian House of Representatives এবং আইপিইউ এর যৌথ উদ্যোগে আগামী ১৯-২১ মে ২০২৪ ইন্দোনেশিয়ার বালিতে Parliamentary Meeting on the Occasion of the 10 World Water Forum অনুষ্ঠিত হবে। উক্ত ফোরামে নিম্নবর্ণিত বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের যোগদানের নিমিত্তে জাতীয় সংসদ সচিবালয় আইন ১৯৯৪ এর ৫ ও ১৮ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের মাননীয় স্পিকারের মঞ্জুরি জ্ঞাপন করতে আদিষ্ট হয়েছি।
এরপর তিন প্রতিনিধির নাম উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাতার শুরুতে