ইন্দোনেশিয়া যাচ্ছেন গবা পান্ডে
নিজস্ব প্রতিবেদক ইন্দোনেশিয়া হাউজ অব রিপ্রেজেনটেটিভ এবং আইপিইউ এর যৌথ উদ্যোগে ‘দশম বিশ্ব জল ফোরামে’ অংশ নিতে আগামী ১৮ মে ইন্দোনেশিয়া যাচ্ছেন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা পান্ডে)। ১৯ থেকে ২১ মে তিন দিনব্যাপী এ ফোরামে অংশ নেবেন তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদল। এতে নির্বাচিত করা হয় গবার মোড়ের গবা দা’কে।…