কবিতা: কবর
যুবায়ের হাসান দুলাল দুনিয়ার পেছনে নিরন্তর ছুটতে ছুটতেএকদিন আমাদের সাক্ষাৎ হবে মৃত্যুর।মালাকুল মাউত এসে তৎক্ষনাৎ রুহটাকেদেহপিঞ্জর থেকে ছিনিয়ে নিবে। দুনিয়ার সঙ্গে সম্পর্ক হবে ছিন্ন,আমরা হব অন্য জগতের বাসিন্দা।সেই জগতে নেই দুনিয়ার কোনো ক্ষমতা,থাকবে না কোনো প্রভাব-প্রতিপত্তি,নীরবে থেকে যেতে হবে অনন্ত সময়। তিলে তিলে গড়েছি যে ব্যাংক-ব্যালেন্স,করেছি যে পাহাড়সম সম্পদ,পরকালে তার নেই কোনো মূল্য,বিচার হবে কর্মগুণে।…