কবিতা: শখের প্রজাপতি

যুবায়ের হাসান দুলাল

তুমি আমার অনেক শখের
খুঁজে পাওয়া প্রজাপতি।
হাজার বছর তাকিয়ে থাকলেও
মায়া কমবে না যার প্রতি।

তুমি আমার শেষ বিকেলের
স্নিগ্ধ শীতল অনূভুতি।
হাজার বছর লালন করলেও
মুছবে না গো তোমার স্মৃতি।

তুমি আমার রোজ সকালের
মিষ্টি মাখা রোদ।
হাজার বছর কিরণ দিলেও
পুড়বে না আমার হৃদ।

তুমি আমার আধার আলো
জ্যোৎস্না রাতের জ্যোতি।
হাজার বছর সঙ্গে থাকলেও
হারাবে না নিজের প্রীতি।

শিক্ষার্থী, কুড়িগ্রাম সরকারি কলেজ

পাতার শুরুতে