(বাঁ থেকে যথাক্রমে সভাপতি মুরছালিন, সাধারণ সম্পাদক মাহাবুব ও সাংগঠনিক সম্পাদক আলিফ)
পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উলিপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ২০২৪-২৫ (এক বছরের জন্য) গঠিত হয়েছে। ২৬ সদস্যের এ কমিটিতে মুরছালিন ইসলামকে সভাপতি, মাহাবুব আলমকে সাধারণ সম্পাদক ও আলিফ হাসানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির তার ফেইসবুক পোস্টে লিখেন, মহারাণী স্বর্ণময়ীর অবস্থান, ভবানী পাঠকের আগমন, দেবী চৌধুরাণীর বজরায় আগমন, বাহারবন্দ কাচারী, রাণী সত্যবতীর ধামশ্রেণী সিদ্ধেশ্বরী মন্দির, দলদলিয়া কাজীরচক মসজিদ এবং আসাম অভিযানে মুঘল সম্রাটের যে উপজেলাকে ব্যবহার প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে এবং সাংস্কৃতিক কর্মকান্ডে সমৃদ্ধ, ভাওয়াইয়া, চটকা, দোতরা কুশান গান জাতীয় পর্যায়ে স্বীকৃত, বলছি কুড়িগ্রাম জেলার ও সমগ্র বাংলাদেশের বৃহৎ উপজেলার মধ্যে কুড়িগ্রাম জেলার মধ্যে একটি উপজেলা উলিপুর এর কথা।
‘এই উপজেলায় পরিবেশ রক্ষায় বিভিন্ন সেমিনার, নদীমাতৃক দেশে নদী বাঁচাও দেশ বাঁচাও মানববন্ধন, অক্সিজেন সেবাসহ করোনাকালীন সময় থেকে দীর্ঘ দিন ধরে মানবতার সেবায় প্রকৃতি পরিবেশ ও জীবন নিয়ে কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুণ সবুজ যোদ্ধা।’
‘কাজের ধারাবাহিকতাকে আরো গতিশীল করতে আগামী এক বছরের জন্য গ্রীন ভয়েস, উলিপুর উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হল। নবগঠিত কমিটির সকল সবুজ বন্ধুদের গ্রীন ভয়েস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন!’