নিজস্ব প্রতিবেদক
২৮তম উলিপুর বইমেলায় এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর উলিপুর উপজেলা শাখা। একটি বই কিনলেই উপহার দেওয়া হচ্ছে একটি গাছ।
ভিন্নধর্মী এই উদ্যোগ বই ক্রেতাদের মনে আগ্রহ সৃষ্টি করেছে এ বিষয়ে ‘গ্রীন ভয়েস উলিপুর উপজেলা’ শাখার সদস্যদের সাথে কথা বললে তারা জানান, গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন, সারা বাংলাদেশের ন্যায় উলিপুরেও গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা প্রায় তিন বছর ধরে পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উলিপুরের ২৮তম বইমেলায় এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি আমরা।
তারা আরও জানান, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। তাই আমরা উদ্যোগ নিয়েছি মেলায় এসে আমাদের স্টল থেকে কেউ একটি বই কিনলেই উপহার হিসাবে পাবেন একটি গাছ।