নিজস্ব প্রতিবেদক
উলিপুর উপজেলায় পান্ডুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কবিরাজপাড়া হতে কাগজীপাড়া রাস্তার এক কালভার্টের পিলারের তলে নেই মাটি। জানা গেছে, প্রবল স্রোতের কারণে পিলারের গোড়ার মাটি সরে গেছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কালভার্টটি। এলাকাবাসী আশংকা করছেন, যেকোনো সময় ভেঙে পড়তে পারে এটি।
কবিরাজপাড়া নিবাসী মামুন জানান, এই কালভার্টের ওপর দিয়ে নিয়মিত চলাচল করে প্রায় অর্ধশতাধিক স্কুলগামী শিশু-কিশোর। অবিলম্বে যদি কার্যকরী ব্যবস্থা নেয়া না হয় তাহলে যেকোনো সময় এটি ভেঙে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
তিনি আরো জানান, অতিসত্ত্বর কিছু জিও ব্যাগ পিলারের গোড়ায় স্থাপন করা হলে রক্ষা পেতো কালভার্টটি।
//জামিউল//