নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফয়জুল আলম ফয়েজ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর মুখোমুখি। বৃহস্পতিবার (৬ জুন) বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে ফেরার পথে রাজধানীর মাতুয়াইলে বাসচাপায় গুরুতর আহত হন তিনি। প্রথমে মাতুয়াইলে তারপর ঢাকা মেডিকেল এবং সবশেষ পপুলার মেডিকেলে আইসিইউতে রয়েছেন ফয়েজ।
মস্তিষ্কের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণ বিপদ বাড়িয়ে তুলছে। আহত ফয়েজের পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় তার পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীর জীবন শঙ্কার মুখে। এজন্য সবার সাহায্য কামনা করেছে পরিবার।
সাহায্য পাঠানোর জন্য ফয়েজের বড় ভাই মোহাম্মদ ফিরোজ আলমের নাম্বার 01923-288566 (বিকাশ, রকেট, নগদ ) এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের অ্যাকাউন্টে (1071510117343) পাঠানো যাবে।
উল্লেখ্য, ফয়জুল আলম ফয়েজ ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাংগুয়েজ ডিপার্টমেন্টের ২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।