জুলহান সরকার, বারাইপাড়া সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বারাইপাড়ায় জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষে নুর হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মর্তুজা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুর হোসেন ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, নিহত নুর হোসেন ও প্রতিপক্ষের জাফর আলীদের সঙ্গে দীর্ঘদিন যাবত জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এরই প্রেক্ষিতে আজ সকালে বিরোধপূর্ণ জমিতে সেচে পানি দেওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি ও পরে দুপক্ষের লোকজন এগিয়ে এলে ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে ওই বৃদ্ধ গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দুপুর ১২টার দিকে নিহতের এক প্রতিপক্ষের বাড়িতে ভাংচুর ও লুট হয়েছে বলে এলাকাবাসীসূত্রে জানা গেছে।
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় প্রতিপক্ষের জাফর আলী (৫০) ও রাণু মিয়া (৩২) নামের দুজনকে আটক করেছে উলিপুর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।