উলিপুরে আনারস, টিয়াপাখি ও কলসের জয়

(বাঁ থেকে সদ্য নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান)

উলিপুর পোস্ট ডেস্ক

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উলিপুর উপজেলায় চেয়ারম্যান হিসেবে মো. সাজাদুর রহমান তালুকদার (আনারস মার্কা), ভাইস চেয়ারম্যান হিসেবে মো. আবু সাঈদ সরকার (টিয়াপাখি মার্কা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মতি শিউলি (কলস মার্কা) নির্বাচিত হয়েছেন।

সদ্য নির্বাচিত চেয়ারম্যান সাজু তালুকদারের প্রাপ্ত ভোট ৫০,৪৬৫ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন মন্টু পেয়েছেন ১৫,০৮৪ ভোট। এছাড়া অন্যান্য চেয়ারম্যানপ্রার্থীদের প্রাপ্ত ভোট– এম কফিল উদ্দিন ৬,৬৭৮ (ঘোড়া মার্কা), মো. আহসান হাবীব রানা ৬,৫৯৭ (দোয়াত কলম মার্কা), সরদার মো. আল মামুন ২,২০২ (কাপ পিরিচ মার্কা)।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বারের মত বিজয়ী মো. আবু সাঈদ সরকার। টিয়াপাখি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থীর প্রাপ্ত ভোট ৪৮,৩৮২ । তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. আজাহার আলী সরকার (টিউবওয়েল মার্কা) পেয়েছেন ২৮,৪২১ ভোট।

এবারের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছিল তুমুল লড়াই। কলস মার্কা নিয়ে ভোটের মাঠে মতি শিউলি পেয়েছেন ২৮,৮৪৮ ভোট, মুসতারী রহমান চন্দনা (ফুটবল মার্কা) ২৫,৯৩০ ভোট এবং মো. রিপা বেগম (হাঁস মার্কা) পেয়েছেন ২৩,৮৪৮ ভোট।

উল্লেখ্য, উপজেলার মোট ১৫১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। এ দিন (২১ মে, মঙ্গলবার) ভোটারদের সরব উপস্থিতি দেখা যায়। ভোটাররা বলছেন তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। তবে কিছু কিছু জায়গায় ঘটে অপ্রীতিকর ঘটনা। জাল ভোট দেওয়ার অভিযোগে পৃথক পৃথক কেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয়।

জাল ভোট দিতে এসে রিকশাচালকের ১৫ দিন কারাদণ্ড:

তাদের মধ্যে একজন হলেন আবুল কালাম (৩৫)। পেশায় রিকশাওয়ালা। দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবুল কালাম ওই ইউনিয়নের কুমার পাড়া এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।

থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আটককৃত আবুল কালাম একবার ভোট দিয়েছেন। পরে আরও একবার ভোট দিতে গেলে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করেন। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের দলদলিয়া আদর্শ হাইস্কুল কেন্দ্রে হাফিজুর রহমানের ফেরদৌস হাসান (১৮) নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার শামসুল আলম। তিনি বলেন, আটককৃত যুবককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বজরা ইউনিয়নের খামার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে তাসরিফ আলম আমিন নামে একজন আটক হয়েছে। তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রিজাইডিং অফিসার সালগিরা মৃধা।

[প্রতিবেদন – মো. জামিউল ইসলাম]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাতার শুরুতে