নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (৩ মে) উলিপুরের হাতিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে তীব্র তাপদাহে মাঠে কাজ করা কৃষক ও শ্রমজীবী মানুষের মাঝে পানি ও শরবত বিতরণ করা হয়। এ কার্যক্রমে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ফজলুল হক, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম, মো. ইমরান ইসলাম ও মো. মাসুদ রানা।
পবিত্র জুমার নামাজবাদ কড়া রোদ উপেক্ষা করে হাতিয়ার বিভিন্ন মাঠে ঘুরে ঘুরে ধান কাটার কাজে নিয়োজিতদের পানি ও শরবত বিতরণ করেন শ্রমিক কল্যাণের নেতারা।
এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষক ও শ্রমজীবী মানুষেরা। তারা বলেন, যে সময় সবাই সবাই স্বার্থ উদ্ধারে ব্যস্ত, ঠিক সেই সময় তীব্র তাপদাহে পোড়া মানুষগুলোর মাঝে এমন মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসার দাবি রাখে।
শ্রমিক কল্যাণের নেতারা জানান, সারাদেশে বরাবরই শ্রমিকদের জন্য কাজ করা, শ্রমিকদের পাশে দাঁড়ানো সংগঠনের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলেই কেবলমাত্র শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হতে পারে। আমরা এ ভালো কাজের প্রতিদান দুনিয়াতে নয়, আখিরাতে পেতে চাই।
প্রতিবেদন: জুবাইর জিহাদী