গত ২ মে উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নিজের পছন্দের প্রতীক আনারস মার্কা পাবার পরই এ দিন দুপুরে হাজার হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিশাল শোডাউন করেন চেয়ারম্যান পদপ্রার্থী সাজাদুর রহমান সাজু তালুকদার।
তিনি কুড়িগ্রাম ৩ আসনের সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদারের পুত্র, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উলিপুরের রাজনীতির পরিচিত এক মুখ।
শোডাউনটি আনন্দবাজার থেকে শুরু করে দুর্গাপুর, পাঁচপীর, পান্ডুল, থেতরাই, দলদলিয়া, গুনাইগাছসহ উলিপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে উলিপুর উপজেলা পরিষদের ভেতর দিয়ে সরকারি কলেজ মাঠে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সাজু তালুকদারের বাবা সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদারসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় আমজাদ হোসেন তালুকদার বলেন, ‘আমি আশা করিনাই এত কর্মী উপস্থিত হবে এই সমাবেশে। আজ আপনাদের ভালোবাসায় আমার প্রাণটা ভরে গেছে।’
আনারস প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাজু তালুকদার বলেন, ‘আমার প্রতীক আনারস মার্কা। এ প্রতীক শুধু আমার নয়, আমার এলাকার জনগণের। দীর্ঘ সময় ধরে এই উপজেলায় নানা সমস্যার কারণে জনগণ নতুন মুখ চাচ্ছেন। এ প্রত্যাশা পূরণের লক্ষ্যে জনগণের চাহিদার ওপর নির্ভর করে, জনগণের জন্য যাতে বাস্তবমুখী কাজ করতে পারি এটাই আমার প্রত্যাশা।’
তিনি বলেন, ‘আমাকে আনারস মার্কায় ভোট দিবেন। আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে উপজেলার শিক্ষা, কৃষি ও সমাজসেবামূলক কর্মকাণ্ড যেমন- মাতৃকালীন, শিশুকালীন ও বয়স্ক ভাতা স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে পারব। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন যেমন- বর্ষাকালে বা বিভিন্ন সময়ে যে সমস্যাগুলো হয় সেগুলো ইউনিয়ন পরিষদ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের মতামত নিয়ে সেসব সমস্যা নিরুপণ করব। তাহলেই এগিয়ে যাবে জনগণ, এগিয়ে যাবে উলিপুর।’
এদিকে নেতাকর্মীরা বলছেন, এলাকায় এবার বড় ভোটব্যাংক আছে সাজু তালুকদারের। এবার নির্বাচনে ৮০ শতাংশ ভোট আনারস মার্কায় পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আগামী ২১ মে উলিপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যান্য চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু (মোটরসাইকেল প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব রানা (দোয়াত কলম প্রতীক), সাবেক চেয়ারম্যান এম কফিল উদ্দিন (ঘোড়া প্রতীক), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ (কাপ পিরিচ প্রতীক)।
প্রতিবেদন: মো. জামিউল ইসলাম ও জুবাইর জিহাদী