নিজস্ব প্রতিবেদক
উলিপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ, উলিপুর পৌর শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার বলেছেন, উলিপুরের যুবসমাজ আমার সঙ্গে আছেন, তরুণসমাজ যারা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত, লেখাপড়ার সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত, আমি প্রত্যেকের বিষয় নিয়ে চিন্তা করি৷ তরুণসমাজ যাতে মাদকাসক্ত না হয়, তাদের খেলাধুলায় উৎসাহ দিতে ক্রীড়াসামগ্রী উপহার দিয়ে থাকি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হবে উলিপুর উপজেলা নির্বাচন। এ বিষয়ে তিনি বলেন, ‘এ নির্বাচনেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন বলে আশা রাখি। আমিও বিনাস্বার্থে জনগণের জন্য কাজ করে যাব ইন শা আল্লাহ।’ এবারও টিয়া পাখি মার্কায় নির্বাচন করার কথা জানিয়েছেন তিনি।
নির্বাচনী ইশতেহার সম্পর্কে তিনি বলেন, ‘জনগণ ভোটের দিন আমাকে ভোট দিবেন। আমি আগামী পাঁচ বছর তাদের সেবা করে যাব।’
বিগত পাঁচ বছরে কি কি কাজ করেছেন এ বিষয়ে জিজ্ঞেস করা হলে আবু সাঈদ সরকার বলেন, ‘গত পাঁচ বছর আমি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ছিলাম। এ সময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও উলিপুর পৌরসভায় আমাদের মূল কাজ ছিল স্থানীয় সরকারের কাজগুলো পরিদর্শন করা, সঠিকভাবে যাচাই-বাছাই এবং সে বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত দেওয়া। আমাদের ৮ টা ইউনিয়ন নদীভাঙন কবলিত। একদিকে ব্রহ্মপুত্র, অন্যদিকে তিস্তা নদী। ৮টা ইউনিয়নই নদীগর্ভে প্রায় বিলীন। আমরা জনপ্রতিনিধিরা সবাইকে সম্পৃক্ত রেখে কাজ করার চেষ্টা করেছি। আগামীতে নির্বাচিত হলে এ ধারা অব্যাহত রাখব।’
উল্লেখ্য, আবু সাঈদ সরকার দূর্জয় ক্রীড়া সংগঠনের চেয়ারম্যান ও উলিপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি। এ ছাড়া বিপ্লবী জনতা স্টার অ্যাওয়ার্ড – ২০২১, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড – ২০২২, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা – ২০২২, উপজেলা শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী – ২০২২ ও জেলা শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ২০২২ নির্বাচিত হয়েছিলেন।
সাক্ষাতকার : জুবাইর জিহাদী
সম্পাদনা : মো. জামিউল ইসলাম