উলিপুর পোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ পরিবারকে সহায়তা প্রদান

উলিপুর প্রতিবেদক

উলিপুর পোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ‘ইদে হাসিমুখ’ প্রজেক্টের আওতায় ৩০ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) উলিপুর পোস্ট ফাউন্ডেশনের সদস্যদের তত্ত্বাবধানে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর আর্থিক সহায়তায় এ প্রজেক্ট সফল হয়।

প্রথমে প্রত্যন্ত অঞ্চল উলিপুরের অন্তর্গত আমিন বাজার এলাকায় ১০ পরিবারকে ২.৫ কেজি চাল, ১ লিটার তেল ও ১/২ কেজি ডাল প্রদান করা হয়।
পরে উপজেলার দুর্গাপুর মাস্টারপাড়া, চন্ডিজান ও পান্ডুল এলাকায় আরো ২০ পরিবারকে ২ কেজি চাল, ১/২ লিটার তেল, ১/২ কেজি চিনি ও ১/২ কেজি ডাল প্রদান করা হয়।

ভবিষ্যতেও ফাউন্ডেশনটি মানুষের পাশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সহায়তাপ্রাপ্তরা। এদিকে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় উলিপুর পোস্ট ফাউন্ডেশনের সদস্যদের।

পাতার শুরুতে