উলিপুর ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন, সভাপতি মেজবাহ, সম্পাদক হানিফ

কুড়িগ্রাম জেলার অন্যতম জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন উলিপুর ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মেজবাহুল আলম সভাপতি ও হানিফ আহম্মেদ সাধারণ সম্পাদক হন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সংগঠনটির প্রতিষ্ঠাতা মেজবাহুল আলম এ কমিটি গঠন করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ মার্চ সংগঠনটি যাত্রা শুরু করে। এই দুই বছরে সংগঠনটির কোনো কমিটি ছিল না। উলিপুর ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের প্রতিষ্ঠাতা মেজবাহ সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে একসঙ্গে কাজ করেন। এখন অব্দি এই সংগঠন ২২০ ব্যাগ রক্ত ম্যানেজ করে। অসহায়, এতিম, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মসজিদ-মাদরাসায় আর্থিকভাবে সহায়তা প্রদান করে উলিপুর ব্লাড ব্যাংক।

যোগাযোগ ~ 01751175451

৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি :

প্রধান উপদেষ্টা — ইকরামুল ইসলাম

সভাপতি – মেজবাহুল আলম
সিনিয়র সহ-সভাপতি – বিদ্যুৎ মিয়া
সহ-সভাপতি – রাসেল আহমেদ
সহ-সভাপতি – জোবায়ের হোসেন (জাকির)

সাধারণ সম্পাদক – হানিফ আহম্মেদ
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক – রতন রায়
সহ-সাধারণ সম্পাদক – ফিরোজ আলম
সহ-সাধারণ সম্পাদক – শিহাব বাবু
যুগ্ম-সাধারণ সম্পাদক – রেদওয়ান ইসলাম
যুগ্ম-সাধারণ সম্পাদক – আল আমিন ইসলাম

সাংগঠনিক সম্পাদক – দিপু রায়
সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক – রুবেল মিয়া
সহ-সাংগঠনিক সম্পাদক – নিরব আহমেদ

প্রচার সম্পাদক – পলাশ চন্দ্র (সঞ্জয়)
সহ-প্রচার সম্পাদক – আল আমিন ইসলাম

অর্থ সম্পাদক – ইমন ইসলাম (আসিফ)
সহ-অর্থ সম্পাদক – সিমান্ত রায় (দিপু)

সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক – রাফি আহমেদ
সহ-সমাজ কল্যাণ সম্পাদক – সজিব হাসান

ধর্ম বিষয়ক সম্পাদক – রওশন হাবীব
সহ-ধর্ম বিষয়ক সম্পাদক – নয়ন চন্দ্র

ত্রাণ বিষয়ক সম্পাদক – নাসিম ইকবাল
সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক – আমান হাসান (বিপুল)

রক্ত দান বিষয়ক সম্পাদক – ফরহাদ হোসেন (পলাশ)
সহ-রক্ত দান বিষয়ক সম্পাদক – সাফিউল্লাহ

শিক্ষা বিষয়ক সম্পাদক – মাইদুল শেখ
সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক – জসিম আহমেদ

ক্রীড়া বিষয়ক সম্পাদক – শিমুল হাসান
সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক – শুভ্র কুমার (কনক)

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – জয়ন্ত
সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – সাব্বির হাসান (সাফি)

দপ্তর সম্পাদক – আরিফ ইসলাম
সহ-দপ্তর সম্পাদক – নয়ন রায়

প্রধান সদস্যসচিব – মুর্তাজা হাসান

কার্যকরী সদস্য – শাহিনুর ইসলাম
কার্যকরী সদস্য – রনজিৎ কুমার
কার্যকরী সদস্য – সুফিয়ান আহমেদ
কার্যকরী সদস্য – জাহিদ হাসান
কার্যকরী সদস্য – হযরত আলী (হাসু)
কার্যকরী সদস্য – জাহিদ হাসান
কার্যকরী সদস্য – আবু সুফিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাতার শুরুতে