সৃজন স্মৃতি ক্রিকেট একাডেমিকে ৩২ রানে হারাল প্রত্যয় ক্রিকেট একাডেমি

প্রত্যয় কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪

ক্রীড়া প্রতিবেদক

কুড়িগ্রামের ধরলা নদীর চরে সাড়ে তিন একর জমি লিজ নিয়ে প্রত্যয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। এর উদ্যোগে ‘ভাওয়াইয়ার যুবরাজ খ্যাত বীর মুক্তিযোদ্ধা মরহুম কছিম উদ্দিন সাহেব’- এর স্মৃতি স্মরণে প্রত্যয় কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে জেলা সদরের ভোগডাঙ্গার পাঙ্গারচরে কছিম উদ্দিন ক্রিকেট গার্ডেনে এ খেলার আয়োজন করা হয়।

এতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রত্যয় ক্রিকেট একাডেমি। ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৩৬ রান। জবাবে সৃজন স্মৃতি ক্রিকেট একাডেমি ১৩৭ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১০৪ রানে উইকেট হারায় সবকটি। সৃজন স্মৃতি ক্রিকেট একাডেমি ৩২ রানে পরাজিত হয়।

প্রত্যয় ক্রিকেট একাডেমির হয়ে দলীয় সর্বোচ্চ ৩৩ রান করেন সৌরভ। এছাড়া মারুফ ৪ ওভারে ৯ রান খরচা করে তুলে নেন ৩ উইকেট।

অপরদিকে সৃজন স্মৃতি ক্রিকেট একাডেমির হয়ে দলীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেন রাকিব। ৫১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া মেজবাহ ৪ ওভারে ২৬ রান খরচা করে নিজের ঝুড়িতে সংগ্রহ করেন ৪ উইকেট।

J/

পাতার শুরুতে