খেলা ডেস্ক
বঙ্গবন্ধু টি-১০ রয়ালটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ – রংপুর ক্রিকেট গার্ডেন
কুড়িগ্রামের একমাত্র দল হিসেবে অংশ নেওয়া উলিপুর স্ট্রং ক্রিকেট ইলেভেন নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। রংপুর ক্রিকেট একাডেমি গ্রিন দলের বিপক্ষে ৩ রানের জয় পায় তারা।
শুক্রবার (৫ এপ্রিল) রংপুর ক্রিকেট একাডেমি গ্রিন দলের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে দলটি।
দলের পক্ষে রাব্বি সংগ্রহ করেন ১৬ ও মিসবাহ ১৪ রান। ৩ ওভার পাওয়ার প্লেতে ওপেনিং এই জুটি করে ৩১ রানের পার্টনারশিপ। পাওয়ার প্লেতে মিসবাহ ৮ বলে ১৩ ও রাব্বি করেন ১০ বলে ১৩ রান।
রংপুর ক্রিকেট একাডেমি গ্রিন দলের হয়ে বোলিংয়ে সাব্বির ১১ রান দিয়ে ২ উইকেট, আলিম ২ উইকেট ১২ রান ও ফাহিম ১৪ রান দিয়ে তুলে নেন ১ উইকেট।
অপর ইনিংসে ৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ৬৯ রানেই গুটিয়ে যায় রংপুর ক্রিকেট একাডেমি গ্রিন দল। দলের পক্ষে আরাবি ১৩, ইদয় ১১ ও আলিম ১০ রান সংগ্রহ করেন।
উলিপুরের রাব্বি বল হাতে ২১ রান দিয়ে রংপুরের ৩ উইকেট বাগিয়ে নেন। ব্যাট হাতেও ১৬ রান তার। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন এই তিনি।
জামিউল//