উলিপুরের এক বাদাম বিক্রেতাকে ৭ কেজি বাদাম ও অর্থ সহায়তা প্রদান

উলিপুর পোস্ট ডেস্ক

‘মানবতার টানে, ভয় নেই রক্ত দানে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ‘উলিপুর ব্লাড ব্যাংক ও হেল্প লাইন’ রক্ত সংগ্রহ ও মানবসেবায় কাজ করে আসছে।
এরই অংশ হিসেবে বুধবার (২০ মার্চ) সকালে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে এক অসহায় বাদাম বিক্রেতাকে নগদ অর্থ ও ৭ কেজি বাদাম কিনে দেওয়া হয়।
এ সহায়তায় বাদাম বিক্রেতা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । নতুন করে ব্যবসা গড়ে তোলার জন্য এ সহায়তা বিশাল অবদান রাখবে বলে জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও এই ধরনের কাজ চালিয়ে যাওয়ার জন্য সংগঠনটির সদস্যদের প্রতি আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মেজবাহুল আলম বলেন, ‘২০২২ সালে যাত্রা শুরু করে মানবতার সেবায় কাজ করে আসছি আমরা। আমাদের সংগঠনের প্রধান কাজ মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ করা। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।’
তিনি আরো বলেন, ‘রক্ত সংগ্রহ কার্যক্রমের পাশাপাশি আমরা এ পর্যন্ত এক শিশুর অপারেশনের জন্য ৮ হাজার টাকা ও এক মায়ের অপারেশনের জন্য ৭ হাজার টাকা সহায়তা দিয়েছি।’ ভবিষ্যতে এ কাজ চলমান থাকবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উলিপুর ব্লাড ব্যাংক ও হেল্পলাইন – 01751175451

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাতার শুরুতে