উলিপুরে কায়রা ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছর রমজানের শুরুর দিকে স্বেচ্ছাসেবী সংগঠন কায়রা ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতরণ করে। এরই ধারাবাহিকতায় গরীব-দুঃখীদের পাশে দাঁড়াতে গত ১০ থেকে ১২ মার্চ তিন দিনব্যাপী সহায়তা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।


‘সেবা, স্বপ্ন ও নির্ভীকতার আর্তমানবতায় আমরা আছি আপনার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে উলিপুর উপজেলার বিভিন্ন স্থানে এ সহায়তায় উপকৃত হয় অনেক পরিবার।


এবার ইফতার সামগ্রী প্যাকেজে ছিল আলু ৩ কেজি, পেঁয়াজ ১ কেজি, মুড়ি ২ কেজি, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি ও তেল ১ কেজি।


ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম জানান, রমজানের প্রোগ্রাম এ ইভেন্টের মাধ্যমে শুরু হলেও সম্পূর্ণ রমজানে ভিন্ন ভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা দুর্দশাপীড়িতদের পাশে থাকব ইন শা আল্লাহ।

উল্লেখ্য, কায়রা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। সমাজের দুস্থ ও অবহেলিতদের সহযোগিতার লক্ষ্যে সাতটি জেলা শাখা ও শতাধিক স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে কায়রা ফাউন্ডেশন কাজ করে আসছে। এর মধ্যে ভোজনে এক বেলা, ইফতার সামগ্রী বিতরণ, ইদ উপহার প্রদান, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের খাবার পানি প্রদান- এর মতো ইভেন্ট উল্লেখযোগ্য। দেশের সর্বস্তরে সামাজিক কল্যাণমূলক কাজ ছড়িয়ে দেওয়া এ সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

সাজ্জাদ/জামিউল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাতার শুরুতে