যুবায়ের হাসান দুলাল
দুনিয়ার পেছনে নিরন্তর ছুটতে ছুটতে
একদিন আমাদের সাক্ষাৎ হবে মৃত্যুর।
মালাকুল মাউত এসে তৎক্ষনাৎ রুহটাকে
দেহপিঞ্জর থেকে ছিনিয়ে নিবে।
দুনিয়ার সঙ্গে সম্পর্ক হবে ছিন্ন,
আমরা হব অন্য জগতের বাসিন্দা।
সেই জগতে নেই দুনিয়ার কোনো ক্ষমতা,
থাকবে না কোনো প্রভাব-প্রতিপত্তি,
নীরবে থেকে যেতে হবে অনন্ত সময়।
তিলে তিলে গড়েছি যে ব্যাংক-ব্যালেন্স,
করেছি যে পাহাড়সম সম্পদ,
পরকালে তার নেই কোনো মূল্য,
বিচার হবে কর্মগুণে।
যদি এতো সম্পদ থাকার পরও
দান-খয়রাতের হাত লম্বা না করি,
তবে সেটা হবে আমাদের জন্য
কবর জগতের বিষফোঁড়ার মতো।
দুনিয়ার এ জীবনে রবের দেয়া হুকুম
যদি চলি পূঙ্খানুপুঙ্খ মেনে,
মৃত্যুর পর কবর হবে প্রশস্ত,
রব খুলে দিবেন জান্নাতের দরজা
বেরিয়ে আসবে সুমধুর প্রভঞ্জন।
শিক্ষার্থী, কুড়িগ্রাম সরকারি কলেজ