কুড়িগ্রামে ট্রাকচাপায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের সদর উপজেলায় ট্রাকচাপায় সাদমান সাদিক (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী হিমু।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদরের ধরলা ব্রিজ সংলগ্ন ঠ্যানারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিক পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের সন্তান। তার বাবা ঠিকাদার আব্দুল ওয়াদুদ। তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে শহরের ঠ্যানারি পাড়া এলাকায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি। এতে মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় মোটরসাইকেলটি। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। অপর আরোহী হিমুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। [আপডেট : হিমুও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান]

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাতার শুরুতে