যুবায়ের হাসান দুলাল
তুমি ছাড়া আজ একা এ মন
স্বপ্নের লাশঘর।
ভেঙ্গে যাওয়া এই বুকের পাঁজর
ধু ধু মরু প্রান্তর।
তবুও প্রেম এসে ভালোবেসে
আজও দেখা দিয়ে যায়।
যেই ছুঁতে চাই, হাত বাড়াই
কেন দুরে সরে যায়?
তুমি ছাড়া নিস্তব্ধ এ হৃদয়
বারে বারে ডাকে নিশ্চুপে।
শূন্য এ মরুভূমির বালুকণা
পিপাসায় কাতর হয়ে কাঁদে।
ইশারার চোখে বলি কথা
বাতাসে দোলে চোখের পাতা।
জানতে চায় আমার এ মন
তুমি ছাড়া কীভাবে চলবে জীবন?
শিক্ষার্থী, কুড়িগ্রাম সরকারি কলেজ
মাশ আল্লাহ🤎