নুর আলম সিদ্দিক
বই আমাদের নীরব বন্ধু। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে সারাদেশে কোথাও না কোথাও বই মেলা হয়ে থাকে। উদ্দেশ্য দেশের সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিক্ষক সমাজের কাছে সাহিত্য, ইতিহাস, গবেষণা পত্র, আত্মজীবনীসহ বিভিন্ন ধরণের লেখা পৌছে দেওয়া।
এরই ধারাবাহিকতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিবছর বইমেলার আয়োজন করে থাকে। গত ১২ ফেব্রুয়ারি লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড সেইলরের সৌজন্যে, গুণগুণ ও রণন কর্তৃক আয়োজিত সপ্তম বারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় এ বইমেলা, শেষ হয় ১৭ ফেব্রুয়ারি। প্রতিবারের স্টলসংখ্যাকে ছাড়িয়ে এবারে বসে ৪২টি স্টল। এর মধ্যে ছিল বিশ্বসাহিত্য কেন্দ্র, রণন, পাতা প্রকাশ, নৈঋতা ক্যাফে, পাতা প্রকাশ, বিছনবাড়ি (সাহিত্য আড্ডা), বিদ্যানন্দ ফাউন্ডেশন, সাফল্য প্রকাশনী, রক্তদাতাদের সংগঠন- বাঁধন, ব্রুডা, স্বপ্নসিঁড়ি গ্রিন ইকো, সমাজবিজ্ঞান ক্লাব, বিজনেস ক্লাব, ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটি, ইউনিভার্সিটি ডিবেট ফোরামসহ বিভিন্ন সংগঠন ও প্রকাশনীর স্টল।
বিগত বছরগুলোর মতো এবারেও ছয় দিনব্যাপী বইমেলায় ছিল নানা আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লেখক আড্ডা, গ্রন্থালোচনা, আবৃত্তি, সংগীত পরিবেশন, কোরাস, মিমিক্রি, ডিসপ্লে ইত্যাদি বইমেলার প্রাণকে দিয়েছিল নতুন বেগ।
প্রথম দিন থেকেই পাঠকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বইপ্রেমীদের ক্রয় করতে দেখা যায় দেশবরেণ্য গুণী সাহিত্যিক, বিশ্লেষক ও মোটিভেটরদের বই। আন্তর্জাতিক লেখকদের বইয়ের সংগ্রহও দেখা যায় স্টলগুলোতে। জানা যায়, প্রায় কয়েক হাজার বই বিক্রি হয়েছে এই বই মেলায় যা গত কয়েকবারের তুলনায় অনেক বেশি৷
মেলার শেষদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আলোচনায় উঠে আসে ভাষা ও ভাষার মাসের গুরুত্ব, ভাষা শহীদদের আত্মত্যাগের মহিমা, বই ও বইমেলার তাৎপর্য।
শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
🥰🥰🥰🥰